aimatropawakhabor
শরীয়তপুর, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ইং
দুপুর
শরীয়তপুর, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ইং
aimatropawakhabor
শিরোনাম

গোসল করতে যেয়ে শরীয়তপুরে নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু

২৬-এপ্রিল-২০২৩, রাত ১০:৫০      

itpoka

গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। বুধবার (২৬ এপ্রিল) উপজেলার কীর্তিনাশা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার রাজনগর ইউনিয়নের সওকত আলি খানের মেয়ে সূচনা খানম (১৪), কাজি কান্দি গ্রামের কামরুজ্জামানের মেয়ে মৌ (১৪)।

নিহত সূচনা ও মৌ পরিবারসহ গাজীপুরে বসবাস করতো। ঈদের ছুটিতে তারা নানা বাড়ি বেড়াতে আসে। সকাল ১১টার দিকে নদীতে গোসল করতে গিয়ে সাঁতার না জানায় পানিতে ডুবে যায় তারা।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুটি মেয়ে ঢাকা থেকে বেড়াতে এসেছে। নদীতে গোসল করতে গিয়ে ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা সাঁতার জানতো না।

 


আর্কাইভস | ২৬-এপ্রিল-২০২৩

আর্কাইভস | শরীয়তপুর পোষ্ট