aimatropawakhabor
শরীয়তপুর, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ইং
দুপুর
শরীয়তপুর, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ইং
aimatropawakhabor
শিরোনাম

মুক্তিযোদ্ধা প্রজন্ম ছাত্র সংসদ, ঢা: মহা: দ: এর যুগ্ম-আহ্বায়ক মোঃ মেহেদী হাসান কামরুল

১৬-মে-২০২৩, বিকেল ৫:৪৮      

itpoka

ডেস্ক রিপোর্টঃ
মুক্তিযোদ্ধা প্রজন্ম ছাত্র সংসদ, ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। 
উক্ত কমিটি তে যুগ্ম আহ্বায়ক হলেন,  শরীয়তপুর জেলার কৃত সন্তান মোঃ মেহেদী হাসান কামরুল। 

গত ১৬/০৫/২০২৩ ইং দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা দেওয়া হয়।  
কমিটিতে আব্দুল্লাহ আল জুনায়েদ কে আহ্বায়ক ও মেহেরাজ বিন হারুন কে সদস্য সচিব করে ২৩ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম ছাত্র সংসদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি- শাকেরা তাসনীম ইরা ও সাধারণ সম্পাদক আশফুন নাহার এলজি। এছাড়া কমিটিতে রয়েছেন যুগ্ম আহ্বায়ক- শাহ মোহাম্মদ গোলাম মাওলা, এম এইচ আলামিন, গাজী সাব্বির রায়হান, মোঃ রিফাত হোসেন, মোঃ শওকত আজিজ,মোঃ আবু সালেহ নাসিম, দিদার মাদবর, অন্তর বিশ্বাস,  মেজবাহ উদ্দিন তামিম, মোঃ শামীম রেজা। সদস্য - এডভোকেট মাহাদী হাসান সানি, মোঃ জিয়াউল হক রিদয়, মোঃ আমিনুল ইসলাম, শেখ আব্দুল্লাহ আল আনান,বিএম সাকিব হোসেন, মোঃ আইনুল ইসলাম, মোঃ সোহাগ আলী, মোঃ কাউছার আহমেদ শাকিল, ফরহাদ চৌধুরী,  মোঃ মজনু মিয়া।
মোঃ মেহেদী হাসান কামরুল আমাদের কে বলেন, আমি কমিটি পেয়েছি আলহামদুলিল্লাহ , কৃতজ্ঞতা স্বীকার করি কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি ও সাধারণ সম্পাদক কে আমাকে যুগ্ম আহ্বায়ক করায়।  আমি আমার এই পদকে যর্থা মর্যাদা দিয়ে, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান করে , বঙ্গবন্ধুর আর্দশকে ধারন সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাবো। সেই সাথে সকলকে জানাই অভিনন্দন।  সবার জন্য দোয়া ও ভালোবাসা।


আর্কাইভস | ১৬-মে-২০২৩

আর্কাইভস | শরীয়তপুর পোষ্ট