শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার মাকসাহার এলাকায় একটি বাড়িতে নলকুপ স্থাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। পরে শরীয়তপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিক সরদার (২৬) নামের এক শ্রমিককে মৃত ঘোষণা করেন। তিনি ভেদরগঞ্জ উপজেলার পশ্চিম ছয়গাঁও গ্রামের মোবারক সরদারের ছেলে।
আহতরা হলেন, হৃদয় খন্দকার (২২) ও ইমাম হোসেন ওরফে অপু (২৫)। তারা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শরীয়তপুর থেকে ঠিকাদারের মাধ্যমে গভীর নলকুপ স্থাপনের কাজ চলছে। ওই কাজের অংশ হিসেবে মাকসাহার গ্রামের একটি বাড়িতে ঠিকাদারের সাত শ্রমিক শনিবার দুপুর থেকে নলকুপ স্থাপনের কাজ শুরু করেন। বিকেল ৫টার দিকে নলকুপ স্থাপনের আগে লোহার পাইপ দিয়ে বোরিং করছিলেন তারা। একটি লোহার লাইপ বসাতে গেলে সেটি বিদ্যুতের সঞ্চালন লাইনের ওপর পড়ে যায়। এ সময় ওই তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।