aimatropawakhabor
শরীয়তপুর, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ইং
দুপুর
শরীয়তপুর, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ইং
aimatropawakhabor
শিরোনাম

তিন সন্তানকে নিয়ে নদীতে ঝাপ দিলেন মা

০৫-নভেম্বর-২০২৩, রাত ১০:১৪      

itpoka

তিন সন্তানকে নিয়ে মায়ের নদীতে ঝাপ। দুই সন্তানকে উদ্ধার করা গেলেও নিখোঁজ আছে মা ও এক ছেলে।

ঘটনাটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কীর্তিনাসা নদীতে।

আজ ৫ নভেম্বর (রবিবার) সকাল আনুমানিক ১০.৩০ মিনিটে ছালমা বেগম (৩০),স্বামী- আজবাহার মাদবর (৩৫) তার তিন সন্তান জাফর মাদবর (৭),আনিকা (৩), সলেমান (১০ মাস) কে নদীতে ঝাপ দেয়। নদীতে একটি ট্রলারের শ্রমিকরা নদীতে বাচ্চাদের ভাসতে দেখেন। পরে ঐ শ্রমিকরা নদী থেকে সলেমান ও আনিকাকে উদ্ধার করেন। কিন্তু ছালমা বেগম এবং তার বড় ছেলে জাফর মাদবর নিখোঁজ রয়েছে।

পরে তাদেরকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আসার পর তাদেরকে সাথে সাথে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা শঙ্কা মুক্ত। 

নড়িয়া ফায়ার সার্ভিসের লিডার রউশন জামিল জানায়, আমরা সকাল ১১ টায় নদীতে ঝাপ দেওয়ার খবর পাই। সাথে সাথে ঘটনা স্থলে এসে ডুবুরি ও আমাদের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার কাজ চলমান রয়েছে।


এদিকে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৫ ঘণ্টার উদ্ধার অভিযানেও নিখোঁজ  মা ও এক সন্তানের খোঁজ পাওয়া যায়নি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, তিন সন্তান সহ মায়ের নদীতে ঝাপের খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনা স্থলে আসি। মা ও একজন সন্তান নিখোঁজ রয়েছে। তাদেরকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশ সর্বাত্মক চেষ্টা করছেন। 


আর্কাইভস | ০৫-নভেম্বর-২০২৩

আর্কাইভস | শরীয়তপুর পোষ্ট