রিক্সা চালক থেকে ইউপি সদস্য হলেন শরীয়তপুরের নিউ মাইকেল। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোক্তারচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পোড়াগাছা গ্রামের মৃত আব্দুল রব ঢালির ছেলে। তিনি ১৫ বছর যাবত রিক্সা চালান।
রিক্সা চালিয়ে এলাকার গরীব মানুষদের সহযোগিতা করতেন। গভীর রাতে এলাকার অসুস্থ রোগীদের নিয়ে ছুটে যেতেন হাসপাতালে।ঈদে এলাকার গরীবদের কিনে দিতেন সেমাই,চিনি।
শখ করে নিজের নাম মাসুম ঢালি থেকে নিউ মাইকেল রেখেছেন।
২০২২ সালের ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হোন। তার প্রতিদ্বন্দ্বী ছিলে চার জন।
ইউপি সদস্য নির্বাচিত হওয়ার ১৬ মাস পরও রিক্সা চালিয়েই জীবিকা নির্বাহ করছেন। কারন ইউনিয়ন পরিষদ থেকে ৩৬০০ টাকা সম্মানিতে তার ৫ সদস্যের পরিবার চালানো সম্ভব হয় না।