aimatropawakhabor
শরীয়তপুর, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ইং
দুপুর
শরীয়তপুর, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ইং
aimatropawakhabor
শিরোনাম

ঈদ শেষে শরীয়তপুর থেকে ঢাকা ফেরার পথে কলেজ ছাত্রের মৃত্যু

২৭-এপ্রিল-২০২৩, রাত ১০:৫০      

মিরাজ পালোয়ান,শরীয়তপুর সদর:-

ঈদ শেষে শরীয়তপুর থেকে ঢাকা ফেরার পথে মায়ের একমাত্র সন্তান  শাওন খান মুন্সিগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল এক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের এক্সপ্রেসওয়েতে বাসএবং ট্রাক মুখোমুখি সংঘর্ষে সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শাওন খান(২৫)। এরপর স্থানীয়রা তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যায়।

শাওন খান শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের শৌলা গ্রামের মৃত আলাউদ্দিন খান ও রেশমা বেগমের একমাত্র সন্তান। সে ঢাকার সিদ্ধেশরী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

নিহত শাওনের মামা জালাল হাওলাদার  বলেন, শ্রীনগর হাসপাতাল থেকে শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এরপর তাকে গ্রামের বাড়ি চিকন্দির শৌলায় নিয়ে আসা হয়েছে। অনেক বছর আগে তার বাবা মারা গেছেন। তিন বছর আগে একমাত্র বোন শিখা(১৪) মারা গেছে। অল্প বয়সে স্বামী ও মেয়েকে হারিয়ে তার মা রেশমা বেগম একমাত্র ছেলে শাওনকে রাজপুত্র করে রেখেছিল। ছেলেকে হারিয়ে আমার বোন রেশমা ভেঙে পড়েছেন। তার আর কিছুই রইল না পৃথিবীতে


শরীয়তপুর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

আর্কাইভস | শরীয়তপুর পোষ্ট