aimatropawakhabor
শরীয়তপুর, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ইং
দুপুর
শরীয়তপুর, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ইং
aimatropawakhabor
শিরোনাম

সুরে আর বাণীতে অশুভ প্রবণতা বিনাশের আহ্বান

১৪-এপ্রিল-২০২৩, সকাল ১১:২৮      

itpoka

নতুন বছরের নতুন দিনে নির্ভয়ে গান ধরেছিলেন দেশের ঐতিহ্যবাহী সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানটের ছোট-বড় নানা বয়সী শিল্পীরা। দালানকোঠায় আকীর্ণ রাজধানীর একমুঠো সবুজ রমনা উদ্যানের বটমূলে আজ শুক্রবার সূর্যের আলোয় দিগন্ত উদ্ভাসিত হওয়ার সময়ই সারেঙ্গিতে আহির ভৈরব রাগের সুর আর তবলালহরায় স্বাগত জানানো হলো বাংলা নতুন বছর ১৪৩০-কে। নতুন বছরে জানানো হলো সব অশুভ প্রবণতা বিনাশের আহ্বান।

ছায়ানট এই বটতলায় বাংলা নববর্ষের প্রভাতে সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে সেই ১৯৬৭ সাল থেকে। এর মধ্যে কেবল মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে আর কোভিড অতিমারির কারণে ২০২০ ও ২০২১ সালে বটমূলে এ অনুষ্ঠান হতে পারেনি। তবে কোভিডকালে নববর্ষের অনুষ্ঠান হয়েছে সংক্ষিপ্ত পরিসরে, ঘরোয়া আয়োজনে।
সূচনায় রাগ পরিবেশনায় ছিলেন গৌতম সরকার ও শৌণক দেবনাথ।


জাতীয়

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

আর্কাইভস | শরীয়তপুর পোষ্ট